বৃহস্পতিবার
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে ট্যাংকারের সঙ্গে কনটেইনার জাহাজের সংঘর্ষ

0Shares

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ট্যাংকারের সঙ্গে একটি কনটেইনার জাহাজের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে বহির্নোঙরে ট্যাংকার ‘MT RHINE’ এর সঙ্গে কনটেইনারবাহী জাহাজ ‘YOUNG YUE -11’ এর সংঘর্ষ হয়।

এতে ট্যাংকারটির নোঙর ক্যাবলের সঙ্গে কনটেইনারবাহী জাহাজের প্রপেলার আটকে যায় এবং কনটেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতি হয়।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্রুততার সাথে টাগ ভেসেল কাণ্ডারী-৪ ও ১০, বিএলভি লুসাই ও পাইলট ভেসেল ঘটনাস্থলে পাঠায়।

পরবর্তীতে চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ পাইলট ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি দল আনুমানিক বিকেল সাড়ে চারটায় সফলতার সাথে কন্টেইনারবাহী জাহাজটি মুক্ত করে নিরাপদে সরিয়ে নিয়েছেন।

বর্তমানে বহির্নোঙরসহ চ্যানেলে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পন্ন হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন

এই সাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।