বৃহস্পতিবার
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচিত হলে দাবি আদায়ে কাজ করবে সম্মিলিত পরিষদ: কালাম

0Shares

তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর আগামী নির্বাচনে জয়ী হলে তৈরি পোশাক খাতের উন্নয়নে সরকারের কাছ থেকে দাবি আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম।

রোববার রাজধানীর আর্মি গলফ ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলে তিনি বলেন, “আমরা সরকারের কাছে দাবি করব, আমাদের বিদ্যুত দেন, গ্যস দেন। শিল্পের উন্নয়নে এসব নিরবচ্ছিন্নভাবে লাগবে।”

তৈরি পোশাক খাতের রপ্তানি আগামী ৫ বছরের মধ্যে ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আসন্ন নির্বাচনে জয়ী হলে পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যাবে সম্মিলিত পরিষদ।

রপ্তানি বৃদ্ধির সঙ্গে তৈরি পোশাক খাতে নতুন করে ৩৯ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেন চৈতি গার্মেন্টসের এই ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে গত ৭ অক্টোবর কাজি মনিরুজ্জামানকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক করে সম্মিলিত পরিষদের প্যানেল ঠিক করা হয়।

বিজিএমইএর আগমাী নির্বাচনের প্রস্তুতি নিতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় তা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিজিএমইএ সাবেক সভপতি ফারুক হাসান, রেদোয়ান আহমেদ, কুতুবউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

গত শনিবার বিজিএমইএ নির্বাচনি বোর্ড জানিয়েছে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন

এই সাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।